পাইকারচর ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনার সন্তানকে স্কুলে পাঠান।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন।

এক নজরে পাইকার চর  ইউনিয়ন

1. ইউনিয়নের নাম : পাইকার চর ইউনিয়ন পরিষদ।
2. আয়তন : ৫.২৫ বর্গ কিলোমিটার।
3. লোক সংখ্যা : ৩৮৬৬৬ জন, পুরুষ : ১৭,৯০১ জন ও মহিলা : ২০,৭৬৫ জন।
4. মোট জমির পরিমান : ১৪১৩.২১ একর (আরএস রেকর্ড অনুযায়ী)।
5. খাস জমির পরিমান : ৫৮.৯৪ একর।
6. মৌজা : ১৪।
7. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ- ৫2 টি, মন্দির- ০৩ টি।
8. শিক্ষা প্রতিষ্ঠান : ফোরকানিয়া মাদ্রসা= ১০ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়=০১ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়= ১১ টি, ।
9. গ্রাম : ২২ টি ।
10. হাট-বাজার : -০১ টি।
11. গুচ্ছ গ্রাম : -০১ ।
12. রাস্তা : থানা পরিষদের ০২ টি, ইউনিয়ন পরিষদের-১৫ টি।
13. স্বাস্থ্য কমপ্লেক্স : ০১ টি
14.    ওয়ার্ড সংখ্যা : ০৯ টি  

15   চেয়ারম্যান : ০১ জন।
16. সদস্য সংখ্যা : ১২ জন, পুরুষ সংখ্যা- ০৯ জন, মহিলা- ৩ জন।
17. ইউনিয়ন সচিব : ০১ জন।

18.  হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরঃ ০১ জন
19. গ্রাম পুলিশের সংখ্যা : ১০ জন, দফাদার- ০১ জন, মহল্লাদার-০৯ জন।
20. কমিউনিটি ক্লিনিক : ০২ টি।
21. শিক্ষার হার : প্রায়-৬৩%