পাইকারচর ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনার সন্তানকে স্কুলে পাঠান।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

চলমান সেবা সমুহ

অনলাইন

 

Ø বিদুৎবিল পরিশোধ

Ø জমির পর্চা

Ø ফ্যাক্স পাঠানো হয়।

Ø ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং

Ø বিকাশ

Ø ই-মেইল করে পাসপোর্ট বিদেশে পাঠানো হয়।

Ø দেশ বিদেশে ই-মেইল করা হয়।

Ø নতুন ই-মেইল একাউন্ট খোলা হয়, ই-মেইল চেক করা।

Ø যে কোন দেশের ভিসা চেক করা হয়।

Ø ইনটারনেটে জন্ম ও মৃত্যুর সনদ দেওয়া হয়।

Ø J.S.C, S.S.C, H.S.C ও সমাপনি, পরীক্ষার রেজাল্ট ও মার্কসীট দেওয়া যায়।

Ø অনলাইনে সকল প্রকার রেজিস্টেশন করা হয়।

Ø শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, চাকুরি তথ্য/বিজ্ঞপ্তি।

Ø  দেশ-বিদেশে ভিডিও ফোন/ আপন জনকে দেখে দেখে কথা বলা যায়।

Ø  সরকারি সকল প্রকার ফরম পাওয়া যায়।

Ø  জীবন বিমা।

Ø  কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও কর্মসংস্থান বিভিন্ন তথ্য ও সেবা দেওয়া হয়।

অফলাইন সেবা সমুহ

Ø মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং,

Ø ছবি থেকে ছবি,

Ø পাঁচ মিনিটে নতুন ছবি,

Ø মোবাইল থেকে ছবি,

Ø ভিডিও প্রোগ্রাম করা হয়,

Ø মোবাইলে গান/রিংটোন লোড,

Ø ফরমেট মেমুরি থেকে ছবি ফিরিয়ে আনা,

Ø লেমিনেটিং,

Ø স্কেনিং,

Ø ফটোকপি,

Ø কম্পিউটার প্রশিক্ষন (বাংলা দেশ কারিগরি  বোর্র অনুমদিত কোড ৫২০৭১)

Ø কম্পোজ,

Ø প্রজেক্টর ভারা দেওয়া হয়,

প্রক্রীয়াধীন সেবা সমুহ

Ø রেলগাড়ির টিকেট

Ø বিমান টিকেট

 

সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।

জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।