গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পাইকারচর ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর,নরসিংদী
(www.paikarcharup.narsingdi.gov.bd)
স্মারক নং :পাইকারচর ইউপি/২০১৫-১৬/-১১ তারিখ: ১২.১১.২০১৫ ইং
নিয়োগ বিজ্ঞপ্তি
পাইকারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিমেণাক্ত ওয়ার্ডের গ্রাম পুলিশের (মহলস্নাদার) শূন্য পদসমূহ জরম্নরী ভিত্তিতে পূরণের জন্য নিমণবর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতাসম্পন্ন স্ব স্ব ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে দরখামত্ম আহবান করা হচ্ছে।
ক্র:নং | পদের নাম | পদ সংখ্যা | শূন্য ওয়ার্ড নং | শিক্ষাগত যোগ্যতা |
০১ | গ্রাম পুলিশ (মহলস্নাদার) | প্রতি ওয়ার্ড হতে ১ জন (নারী/পুরম্নষ) মোট ৫ জন | ২,৫,৬,৭,৯ | অষ্টম শ্রেণী |
শর্তাবলী:
১। আবেদনকারীকে আগামী ২৫/১১/১৫ ইং তারিখের মধ্যে স্বহসেত্ম আবেদন করতে হবে।
২। ১৫/১১/২০১৫ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হবে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
৩। আবেদনপত্রের সাথে নিমণবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবেঃ
(ক) শিক্ষাগত যোগ্যতার সনদ (খ) ৪ কপি পাসর্পোট সাইজের (সত্যায়িত) ছবি (গ) জাতীয় পরিচয়পত্র/জনম নিবন্ধনের
(সত্যায়িত) কপি।
৪। কোন ওয়ার্ডে প্রার্থী না পাওয়া গেলে অন্য ওয়ার্ড হতে প্রার্থী আবেদন করতে পারবে।
৫। বেতন-ভাতা সরকারী বিধি মোতাবেক নিয়ন্ত্রিত হবে।
অনুলিপি: সদয় অবগতির জন্য
১। উপজেলা নির্বাহী অফিসার,নরসিংদী সদর,নরসিংদী।
২। সহকারী কমিশনার (ভূমি),নরসিংদী সদর,নরসিংদী।
৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা,নরসিংদী মডেল থানা,নরসিংদী সদর,নরসিংদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস