মাসিক সভার সিদ্ধান্তসমুহ
সভার কার্যবিবরণী
সভার স্থান : পাইকারচর ইউনিয়ন পরিষদ তারিখ : ১৫/১০/২০২৩, সময় : সকাল ১১.০০
ক্র: নং | উপস্থিত সদস্যগণের নাম | পদবী | স্বাক্ষর |
১ | আলহাজ্ব মোঃ আবুল হাসেম
|
ইউপি চেয়ারম্যান | স্বাক্ষরিত |
২ | ইয়াছমিন আক্তার | ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৩ | শাহনাজ আক্তার
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৪ | নাছিমা
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৫ | মোঃ আনোয়ার হোসেন
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৬ | ফারুক
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৭ | জাহাঙ্গীর হোসেন
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৮ | সাহিন
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
৯ | মোঃ হারুনুর রশিদ
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
১০ | মোঃ হারুন মিয়া
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
১১ | মোঃ অহেদ আলী
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
১২ | মোঃ আলী হোসেন
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
১৩ | মোঃ সামসুল আরেফীন
|
ইউপি সদস্য | স্বাক্ষরিত |
আলোচ্যসূচীঃ ১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রসঙ্গে।
৩। হোল্ডিং ট্যাক্স আদায় প্রসঙ্গে।
৪। ইউপি এলাকায় বিভিন্ন রাস্তা সংস্কার প্রসঙ্গে।
অদ্য ১৫/১০/২০২৩ ইং তারিখ রোজ বুধবার বিকাল ১১:০০ ঘটিকায় পাইকারচর ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন সাহেব সভাপতির আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।
১। আলোচ্যসূচী- ১ অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী পাঠ করিয়া শোনানো হয়। পাঠান্তে কোনরূপ সংশোধনী না থাকায় সেগুলো সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।
২। আলোচ্যসূচী- ২ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন যে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত নারী পুরুষ সকলেই ভাতার জন্য আবেদন করতে পারবে। আবেদন করার পর সরকরী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ৪,৫,৬নং ওয়ার্ডের সদস্য জনাব শাহনাজ আক্তার বলেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন কিভাবে করা যাবে। এ বিষয়ে ইউপি সচিব জনাব সোহরাব হোসেন সাহেব বলেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত নারী ও পুরুষ উভয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে ভাতার আবেদন করতে পারবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে মহিলাদের বয়স ৬২ বছর, পুরুষের বয়স ৬৫ বছর থাকতে হবে, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ কার্ড থাকহে হবে।
৩। আলোচ্যসূচী- ৩ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন হোল্ডিং ট্যাক্স আদায় করলে ইউপি এলাকায় কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ৭নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ অহেদ আলী বলেন ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সেবা প্রদানের সময় হোন্ডিং ট্যাক্স প্রদান বাধ্যতামূলক করলে হোল্ডিং ট্যাক্স আদায় বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আরো কয়েক মাস পরে বাড়ি বাড়ি গিয়ে কালেক্টর দিয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
৪। আলোচ্যসূচী-৫ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন অতি বৃষ্টির কারনে প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এই রাস্তাগুলো কিভাবে চলাচলের উপযোগী কার যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ২নং ওয়ার্ডের সদস্য জনাব ফারুক হোসেন বলেন
যেহেতু বড় ধরনের প্রকল্প গ্রহণ করার মত বর্তমানে কোন ফান্ড নেই তাই বৃষ্টির কারণে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো আপাতত ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে সংস্কারের ব্যবস্থা করলে আমার মনে হয় ভাল হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ছোট ছোট গর্ত গুলো সংস্কারের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
অদ্য সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস